ডি এ মামলায় স্যাটে হারল রাজ্য সরকার
নিউজ ডেস্ক: এই রাজ্যের সরকারি কর্মচারীরা ডি এ পাবেন কেন্দ্রীয় হারে। রাজ্য সরকার হাই কোর্টে জানিয়েছিল ডি এ কর্মচারীদের অধিকার নয়। সরকারের দান । ইচ্ছে হলে তারা ডি এ বন্ধ করতে পারে। কিন্তু স্যাটে তার রায়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে ডি এ কর্মচারীদের অধিকার। তাদেরও কেন্দ্রীয় হারে ডি এ দিতে হবে।
আজ স্টেট্ এডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট ) এই রায় দিয়েছে। এই নিয়ে খুশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। পুলিশ থেকে শুরু করে সর্বস্তরেই ডি এ নিয়ে অসন্তোষ ছিল কর্মীদের মনে। আজ এই রায় তাদের মনে নতুন করে আশার সঞ্চার করছে। অনেকদিনের লড়াই এটা বলেই তারা জানাচ্ছেন। সব বকেয়া ডি এ মেটাতে গেলে টাকার অনেক নেহাত কম হবেনা বলেই জানিয়েছেন বিভিন্ন শ্রেণীর কর্মীরা ।
তবে মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বার বার কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকা আদায়ের কথা জানিয়েছেন তাতে এই হার নিয়ে তিনি বিশেষ বিচলিত হবেন বলে মনে হয় না।