“দেব তো দেব নন,তিনি রাজনীতিতে ‘দেবাদিদেব’!”:শুভেন্দুকে হোয়াটস অ্যাপ করা নিয়ে দেবকে খোঁচা কুণালের
এর আগেও তিনি দেবকে তীব্র আক্রমণ করেছিলেন|মিঠুনকে কিডনি দান এবং ‘গদ্দার’ শব্দতে আপত্তি থাকা নিয়ে নিজেরই বিদায়ী স্টার সাংসদকে তুমুল সমালোচনা করেছিলেন বিতর্কের শিরোমণি কুণাল ঘোষ|এবার ফের দেবকে নিয়ে একি বললেন কুণাল|
আরো পড়ুন-নন্দীগ্রামের খুনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা রাজ্যপালের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন এনামুল হকের কোম্পানি থেকে গরু পাচারের টাকা ঢুকেছে দীপকের অ্যাকাউন্টে। এরপর দেব সাংবাদিকদের নিজেই জানান, শুভেন্দু অধিকারী যে নথি পোস্ট করেছেন তা ইডি-সিবিআই-এর কাছে ছিল। একজন পোড় খাওয়া রাজনীতিক কীভাবে তা জনসমক্ষে তুলে ধরলেন,তা নিয়ে তিনি নাকি বিজেপি নেতাকে হোয়াটস অ্যাপও করেছিলেন। আর এই বিষয় সামনে আসতেই দেবকে আক্রমণ করতে ছাড়লেন না কুণাল|
আরো পড়ুন-সাংসদ খুনের ঘটনায় আটক দুই,বাজেয়াপ্ত আততায়ীদের ব্যবহার করা ২টি গাড়ি
কুণাল বলেন,“দেব সৌজন্যের রাজনীতি করেন। ওনাকে কেউ আপত্তিকর মন্তব্য করলেও দেবের নীতি হল মেরেছ কলসীর কানা তাই বলে কি প্রেম দেব না? শুনলাম শুভেন্দুকেও হোয়াটস অ্যাপ করেছেন। কারোর মনে হয়েছে শুভেন্দু অধিকারী আক্রমণ করার পরও ওনাকে হোয়াটস অ্যাপ করা যায়, ওদের মধ্যে যদি সেই সম্পর্ক থাকে করেছেন।সকলের সঙ্গে ভাল সম্পর্ক ওর। প্রেম বিলিয়ে বেড়ায়।”তিনি আরো বলেন,“কোনও কোনও ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে আক্রমণ করে তাদের সঙ্গে সৌজন্য দেখাব। আর যখন ইট-কাদা আমার ঘাড়ে আসবে তখন আমি আক্রমণ করব এটা বিবেচনা করা উচিৎ।”গতবার এইভাবে মুখ খোলা নিয়ে দলের রোষের মুখে পড়ে দলীয় পদ খুয়েছেন কুণাল|তবে এবারও দলের কোপ পড়বে তার উপর নাকি এবার দলের বাহবা কোড়াবেন তিনি?সেটি অবশ্য সময়ের ওপেক্ষা|