এপ্রিলে শুরু রাম মন্দিরের মূল কাঠামোর নির্মাণ কাজ, জানিয়ে দিল ট্রাস্ট
নিউজ ডেস্ক: অযোধ্যার রাম জন্মভূমিতে এপ্রিল থেকেই রাম মন্দিরের মূল কাঠামোর নির্মাণ শুরু হবে বলে জানা গিয়েছে। নবরাত্রির উৎসব উপলক্ষে এই সময় রাম মন্দির নির্মাণ শুরু হবে। ইঞ্জিনিয়াররা ২১ জানুয়ারির মধ্যে মন্দিরের ভিত্তির উপরে ভেলা স্থাপনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে চব্বিশ ঘণ্টা কাজ কর চলেছেন। এরপরে প্লিন্থ স্থাপন করা হবে এবং এই কাজ মার্চের শেষের দিকে শেষ হবে।
আরও পড়ুন-পরীক্ষার থেকে আক্রান্ত বেশি হয় কী করে? সরব সুজন
ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় বলেন, ‘চলতি বছরের এপ্রিল থেকে রাম মন্দিরের মূল কাঠামো তৈরি হতে চলেছে। সময়মতো কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন ইঞ্জিনিয়াররা। রাম জন্মভূমিতে ২৫০ জনেরও বেশি শ্রমিক এবং ৩৫ থেকে ৪০ জন ইঞ্জিনিয়ার মার্চের শেষের দিকে মন্দিরের ভেলা এবং প্লিন্থের কাজ শেষ করতে ২৪ ঘণ্টা কাজ করছেন।’