‘আমার লুকানোর কিছু নেই…তাই এসেছি’:সিজিওতে ৬০০০ পাতার নথি দিয়ে জানালেন অভিষেক
বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক। তবে এবার আর ৯-১০ ঘন্টার জেরা নয়, ১২টা নাগাদই বাইরে বেরিয়ে আসেন তিনি।তিনি জানিয়েছেন ইডিকে ৬০০০ পাতার নথি জমা দিয়েছেন তিনি|
আরো পড়ুন-‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?’:কেন এমন প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয়-র
সিজিও থেকে বেরিয়ে অভিষেক জানান, কখনও তদন্ত এড়াননি তিনি, আজও এড়াচ্ছেন না, ভবিষ্যতেও এড়াবেন না। চাইলে অজুহাত দিতেই পারতেন, কিন্তু তা না দিয়ে চলে এসেছেন।
আরো পড়ুন-বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বিজেপি নেতার রহস্যমৃত্যু!খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়
এদিন অভিষেক বলেন, “প্রায় ৬০০০ পাতার জবাব জমা দিয়েছি। তা দেখে আবার মনে হলে ডাকতে পারেন। আবারও হাজিরা দেব আমি। ওঁরা জানিয়েছেন, এত নথি পড়ে দেখতে সময় লাগবে। তার পর প্রয়োজন পড়লে আবার ডাকা হবে।”অভিষেক আরো জানান তার আইনজীবীরা তাকে সশরীরে আসতে বারণ করেছিলেন। কিন্তু লুকনোর কিছু নেই বলেই তিনি এসেছেন।