হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ!গরমে ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ
হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউডের বাদশাহ শাহরুখ খান|এতটাই শরীর খারাপ বোধ করতে শুরু করেন তিনি যে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় শাহরুখকে|
আরো পড়ুন-‘এই রায় মানছি না…ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে’:ওবিসি তালিকা বাতিল নিয়ে হুঁঙ্কার মমতার
বুধবার সকাল ১১ টা নাগাদ অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। এরপর দুপুর ১টার সময় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।প্রাথমিক চিকিৎসা পর তিনি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই সূত্রের খবর।জানা গিয়েছে, ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।শাহরুখ পত্নী গৌরীকে দেখা যায় হাসপাতালে ঢুকতে|জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতাও যান হাসপাতালে|
আরো পড়ুন-নিউটাউনে খুন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম!
কলকাতা নাইট রাইডার্সের পর ম্যাচের পর বুধবার এমনই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ|আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে|শাহরুখের টিমের তরফ থেকে যদিও এখনও কিছু জানা যায়নি।তবে কিং খানের অসংখ্য ভক্ত-অনুরাগীদের পাশাপাশি আমরাও কামনা করছি তার দ্রুত সুস্থতার|