সাত পাকে বাঁধা পড়ছেন পরম-পিয়া!নিজের বাড়িতেই বিয়ের আয়োজন

দাম্পত্য জীবনে পা দিচ্ছেন টলি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তার বহুদিনের বন্ধু পিয়া চক্রবর্তী|দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই বিয়ের আয়োজন হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী |

আরো পড়ুন-‘সুজয়কৃষ্ণর মানসিক সমস্যা’, রিপোর্ট দিল এসএসকেএম

একে অপরকে প্রিয় বন্ধু বলে পরিচয় দিয়ে এসেছেন পকম-পিয়া। তবে এবার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই যুগল। পরমব্রত চট্টোপাধ্যায়ের যোধপুর পার্কের বাড়িতে, খুব ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে বিবাহ সারবেন পরমব্রত ও পিয়া। ইতিমধ্যেই পরমব্রতর বাড়িতে হাজির হয়েছেন অতিথিরা।

আরো পড়ুন-উত্তরাখণ্ডে দুর্ঘটনাগ্রস্তকে প্রাণে বাঁচালেন শামি!নেটদুনিয়ায় প্রশংসার স্রোত

জানা যাচ্ছে,ছোট করে অনুষ্ঠান হলেও রীতি মেনেই বিয়ে হতে চলেছে । ইতিমধ্যেই বাড়িতে তত্বের মিষ্টি এসে পৌছয়|প্রসঙ্গত,পিয়া চক্রবর্তী গায়ক-সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী।তাদের দাম্পত্য জীবনের শুভেচ্ছা রইল আমাদের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *