মেয়ের মৃত্যুর এক সপ্তাহ পরে সব্যসাচীকে নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলার মা!
দেখতে দেখতে ঐন্দ্রিলার মৃত্যুর এক সপ্তাহ পার হয়ে গেল|কেমন আছেন তার মা?কেমনই বা আছেন তার ছায়াসঙ্গী সব্যসাচী চৌধুরী?এবার সব্যসাচীকে নিয়ে আবেগ ঘন পোস্ট লিখলেন ঐন্দ্রিলার মা।
আরো পড়ুন-NRS-এ জটিল অস্ত্রপচার প্রাণ বাঁচল যুবকের!গলার এপার-ওপার আস্ত ধারালো ত্রিশূল
ঐন্দ্রিলা চলে যাওয়ার পরই ফেসবুক থেকে বিরতি নিয়েছেন সব্যসাচী।ঐন্দ্রিলার জীবনের সবচেয়ে কঠিন সময়,শুধু তার পাশে নয়, ঐন্দ্রিলার পরিবারের পাশে দাঁড়িয়েছে সব্যসাচী।
আরো পড়ুন-কামারহাটি অঞ্চল থেকে বোমা উদ্ধার করে,সেই বোমা নিষ্পত্তি করল কামারহাটি থানার পুলিশ
রবিবার সব্যসাচীর কথা নিজের পোস্টে উল্লেখ করেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা।ঐন্দ্রিলা ও সব্যসাচীর সিরিয়ালের ছবি দিয়ে তৈরি একটি রিল ভিডিও শেয়ার করেন তিনি।ভিডিওর ক্যাপশনে শিখা শর্মা লেখেন, “আমার সব্যর ঐন্দ্রিলা।”ঐন্দ্রিলার মায়ের লেখায় সব্যসাচীর এমন উল্লেখ দেখে আরও আবেগ প্রবন হয়ে উঠেছে অনুরাগীরা।