প্রয়োজন টাকার, দিল্লির পৈতৃক বাড়ি বেচে দিলেন অমিতাভ বচ্চন

নিউজ ডেস্ক: অমিতাভ বচ্চন আজও ইন্ডাস্ট্রীতে জনপ্রিয়তার শিখরে রয়েছে। নাম যশ খ্যাতি প্রতিপত্তি কোনোটারই অভাব নেই। তবে এই মুহূর্তে সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেতার, আর্থিক দিক থেকে কিছুটা হলেও সমস্যা হচ্ছে। যার জেরে নিজের পৈতৃক বাড়িটাও বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন।

অভিনেতা মুম্বাইয়ের জুহুতে ‘জলসা’তে নিজের পরিবার নিয়ে থাকেন। তার একাধিক সম্পত্তি রয়েছে। অমিতাভ বচ্চনের বাবার সূত্রে পাওয়া বাড়ি হল দিল্লির গুলমোহর পার্কার বাড়ি হল ‘সোপান’ । মুম্বাইতে আসার আগে দিল্লির এই বাড়িতে মাঝে মধ্যেই থাকতেন তিনি। এখানে বাবা মায়ের সাথে থাকতেন অমিতাভ।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গে বিমানবন্দর স্থাপন নিয়ে বাংলার ঘাড়েই দায় চাপিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার

২৩ কোটি টাকার বিনিময়ে বাবা-মায়ের স্মৃতি ‘সোপান’ বিক্রি করলেন তিনি । মোট ৪১৮.০৫ স্কোয়ার ফুটের এই বাড়িটি ৭ই ডিসেম্বর বিক্রি করেছেন তিনি। Nezone গ্রুপ এই বাড়িটি কিনেছে, আর বাড়ির বর্তমান মালিক অবনী বাদের সাথে দীর্ঘদিনের পরিচয় অমিতাভের ।

তিনি দিল্লির ওই অঞ্চলের বাসিন্দা। ভালো বাড়ির খোঁজ করছিলেন। অমিতাভ বচ্চনের বাড়ির প্রস্তাব পান তিনি। দীর্ঘদিন ধরেই ফাঁকা পড়ে ছিল এই বাড়ি।

আরও পড়ুন-অনলাইন পরীক্ষা নেওয়ার দাবিতে নিউটাউন কারিগরি ভবন এর সামনে ইন্জিনিয়ারিং পড়ুয়াদের বিক্ষোভ

বর্তমানে অমিতাভ বচ্চন মুম্বাইয়ের বাড়ি জলসাতে থাকেন। পরিচালক এন সি সিপ্পির থেকে কিনে নিয়েছিলেন তিনি। আর মুম্বাইতেই আটলান্টিস বিল্ডিংয়ে একটি ফ্লাট রয়েছে তার যার মূল্য ৩১ কোটি টাকা। যদিও সেখানে তিনি থাকেন না। কিছুদিন আগে ১০ লক্ষ টাকা প্রতিমাসের হিসাবে অভিনেত্রী কৃতি শ্যাননকে ভাড়ায় দিয়েছেন সেই ফ্ল্যাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *