প্রয়াত ‘মহাভারত’-এর ‘শকুনি মামা’ গুফি পেন্টাল!
সোমবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দীর্ঘ রোগে ভেগার পর মৃত্যু হয় মহাভারত’-এর ‘শকুনি মামা’ গুফি পেন্টাল|এ দিন সকাল ৯টা নাগাদ প্রয়াত হন তিনি। দীর্ঘ দিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না তাঁর।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
আরো পড়ুন-“আর কোনদিন রেলে চড়ব না,ট্রেনের হর্ন শুনলেই ঘুম ভেঙে যাচ্ছে”:আতঙ্কে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রী
গত ৩১ মে তাঁকে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। কিন্তু তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে।প্রয়াত বিআর চোপড়ার আইকনিক শো ‘মহাভারত’-এর শকুনি মামার চরিত্রে জনপ্রিয় হন বর্ষীয়ান অভিনেতা| এ ছাড়া বিআর ফিল্মসের সঙ্গে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন গুফি। কাজ করেছেন কাস্টিং ডিরেক্টর ও প্রোডাকশান ডিজাইনার হিসেবেও।তাঁকে শেষ দেখা গিয়েছে টেলিভিশন শো ‘জয় কানহাইয়া লাল কি’তে।
আরো পড়ুন-‘ডাল মে কুছ কালা হ্যায়’ :ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
পরিবারের তরফে অভিনেতার মৃত্যুতে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে লেখা হয়, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা গুফি পেন্টাল আর নেই। আজ সকালেই পরিবারের সকলকে কাদিয়ে প্রয়াত হয়েছেন তিনি।”