করোনামুক্ত হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

নিউজ ডেস্ক: প্রায় একমাস বেসরকারি হাসপাতালে একটানা যুদ্ধের পর অবশেষে করোনামুক্ত হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।রবিবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।কিংবদন্তি শিল্পীর প্রসঙ্গ টেনে এদিন সংবাদ সংস্থা এএনআইকে রাজেশ তোপে বলেন, “আমার লতার তত্ত্বাবধানে থাকা চিকিৎসক প্রতীত সমধানী সঙ্গে কথা হয়েছে। উনি সুস্থ হচ্ছেন। ভেন্টিলেটরের সহায়তাও প্রয়োজন হচ্ছে না আর। শুধুমাত্র অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। রয়েছেন সজ্ঞানে। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। যদিও দুর্বলতা রয়েছে তাঁর শরীর।”

আরও পড়ুন-বারবার বিরক্ত করছেন, ট্যুইটারে ব্লক করেছি রাজ্যপালকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

গত ১১ জানুয়ারি আচমকাই লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শোনা যায় তিনি কোভিডে আক্রান্ত। রয়েছে নিউমোনিয়াও। হাসপাতাল সূত্রে জানা যায়, ১১ তারিখ নয় তিনি ভর্তি হয়েছেন তারও দিন কয়েক আগে। চিন্তায় পড়ে যান ভক্তমহল। এরইমধ্যে লতা মঙ্গেশকরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে রটে নানা ভুয়ো খবরও। এর পরেই তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় তাঁকে নিয়ে কোনও মিথ্যে সংবাদ যাতে পরিবেশিত না হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *