‘আমরাও আপনাদের মত দিন আনি দিন খাই, দয়া করে শিল্পীদের পাশে দাঁড়ান!’

নিউজ ডেস্ক: করোনা অতিমারীর জেরে বিধ্বস্ত বিনোদন জগত। লকডাউনের জেরে কার্যত ধুঁকছে অভিনয় জগৎ।

কর্মহীন হয়েছেন বহু অভিনেতা অভিনেত্রী। বহু কলাকুশলীদের নেই রোজগার, আবারও কবে সুদিন ফিরবে সেটাও জানেন না তারা।

সিনেমা হল বন্ধ রাখার ফলে মুক্তি পায়নি বহু ছবি। হল খুললেও যে বিশেষ ভিড় হবে, তেমনটা আশ করাও বৃথা।

দুঃখজনক ভাবে এই দুঃস্বপ্নের দিনগুলিতে যারা মানুষের মনোরঞ্জনের জন্য নিজেদের উজাড় করে তাঁদেরই আর খোঁজ নেয়না কেউ।

সিরিয়ালের আয় বিজ্ঞাপন থেকে। কিন্তু কল-কারখানা বন্ধ থাকায় তাতেই ভাঁটা পড়েছে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই কলাকুশলীদের নিয়েই কাজ চালাচ্ছে ইন্ডাস্ট্রি। কাজের জন্য হন্যে হয়ে ঘুরছেন অসংখ্য শিল্পী।

বিনোদন জগতের মানুষের জীবন কিন্তু আদৌ রূপকথার মতন নয়। নেই পিএফ, গ্র্যাচুইটি কিংবা পেনশন। যেখানে পুরো ভবিষ্যতটাই অনিশ্চিত সেখানে পেটে ভাত পড়ুক না পড়ুক, মেকআপের আড়ালে নিজের সব দুঃখ লুকিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় শিল্পীদের।

তবে সেই চাকচিক্য কিন্তু নিছকই আলেয়ার মত, তাই ওই দিয়ে শিল্পীদের বিচার যাতে না করা হয়, সেই আবেদন জানিয়েছেন অভিনেতা সুমিত গাঙ্গুলি।

কিছুটা অভিমানের সুরেই এই অভিনেতা বলেছেন, ‘শিল্পীরা তাঁদের অভিনয়ের মাধ্যমেই সাধারণ মানুষের মুখে হাসি ফোটায়। কিন্তু তাঁদের দুঃখ-দুর্দশার কথা কেউ ভাবে না। ‘ সবাইকে তাই আবেদন করেছেন এই ছরম দুর্দিনে কলাকুশলিদের পাশে থাকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *