দেবশ্রী রায় এখন অতীত!রাজনৈতিক কারণেই তিনি মিঠুন চক্রবর্তীর সমর্থনে কথা বলছেন:চিরঞ্জিত
দেবশ্রী রায় এখন অতীত রাজনৈতিক কারণেই তিনি মিঠুন চক্রবর্তীর সমর্থনে কথা বলছেন। বারাসাতে এসে একটি প্রোগ্রামে দেবশ্রী রায়কে পাল্টা জবাব দিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন অমিতাভ বচ্চন যদি তাদের বিরুদ্ধে কথা বলতো তাহলে কি আমরা তাকে চলচ্চিত্র উৎসবে নিয়ে আসতাম। অনুপম খের,পরেশ রাওয়াল এদেরকে তো আমরা নিয়ে আসিনি। সেই কারণেই মিঠুন চক্রবর্তীকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি। এসব গল্প তো চলবেই যেমন প্রধানমন্ত্রীর কোন সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে দেওয়া হয় না। সেরকমই ঘটনা এই চলচ্চিত্র উৎসবে ঘটেছে| বারাসাতে এসে এমনই মন্তব্য করলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।
বারাসাত ১০ নম্বর ওয়ার্ডে আজ বড়দিন পালন। ১০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবব্রত পালের উদ্যোগে বড়দিন পালন। এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার স্বাস্থ্য পারিষদ সদস্য অভিজিৎ নাথ চৌধুরী ও বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ও দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত পাল সহ একাধিক নেতৃবৃন্দরা। এদিন বাচ্চাদের সাথে কেক কেটে বড় দিন উৎসব পালন করেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।