ফের নক্ষত্রপতন বিনোদন জগতে!প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার
ফের নক্ষত্রপতন বিনোদন জগতে৷ প্রয়াত হলেন বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার৷ বছরের শুরুতেই ছেড়ে চলে যাচ্ছে একের পর এক প্রিয়জন৷ ফের অভিনেত্রীর মৃত্যু এক মুহূর্তে নাড়িয়ে দিল সবাইকে৷ অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
আরো পড়ুন-১১০ জনকে ‘পদ্মশ্রী’ সম্মান!রয়েছেল বাংলার ৮ জন,পদ্মভূষণ পেলেন মিঠুন ও উষা উত্থুপ
বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী৷ অবশেষে মারণরোগের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি দিলেন বাঙালি অভিনেত্রী৷
আরো পড়ুন-কুচকাওয়াজে সম্প্রীতির বার্তা আরও একবার তুলে ধরলেন মমতা
অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন ইন্ডাস্ট্রি৷১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা। তার পর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়। জানিয়েছেন ,শ্রীলার স্বামী এস.এন.এম আব্দি।