তেরঙ্গা দাড়িতে অমিতাভ বচ্চন, কি বলছে নেটদুনিয়া
নিউজ ডেস্ক: ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসে নিজের একটা ছবি দিয়ে চমক দিয়েছেন বিগ বি। আর তাতে তাঁকে দেখা গেল তেরঙা দাড়িতে! নিজের ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা’। এরপর নিজের অ্যাকাউন্ট থেকে সকলকে শুভেচ্ছা জানাতে পতাকা উত্তোলনের একটি ছবিও তিনি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে জলসার বাইরে লোকারণ্য।
আরও পড়ুন-‘আমাদের দুর্ভাগ্য এই রাজ্যে আগে রাজনীতি’, রাজ্যকে কটাক্ষ সুকান্তর
তবে, বিগ বি-র দাড়িতেই সকাল থেকে মজেছে নেটপাড়া। বেশ মজার মজার কমেন্ট চোখে পড়েছে সেখানে। কেউ কেউ যেমন ভাবতে বসেছেন, এ আবার কেমন সাজ! তো কারও মতে, এই কাজ অমিতাভের নাতনি আরাধ্যার। সেই দাদুকে এমন ভাবে সাজিয়েছে। কেউ কেউ তো আবার ভাবছেন পোস্টটাই বচ্চন পরিবারের সবচেয়ে ছোট সদস্যের কাজ।