দিনহাটার চৌধুরীহাটে এসে মঞ্চ মাতালেন অদিতি মুন্সি
নিউজ ডেস্ক: চৌধুরীহাটে বিবেকানন্দের পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচন এবং সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে গতকাল মঙ্গলবার। সন্ধ্যাকালীন অনুষ্ঠানে মঞ্চ মাতালেন সারেগামাপা এর খ্যাতনামা কীর্তন শিল্পী অদিতি মুন্সি। এদিন রাত আটটায় মঞ্চে ওঠেন তিনি। শিল্পী কে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শ্রোতাগণ। চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাঠ তখন কানায় কানায় পূর্ণ। মঞ্চে উঠলেন অদিতি মুন্সি। তার এ কের পরে কীর্তন সংগীতে দর্শকদের মন মাতালেন তিনি। তার সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন সকলেই।
আরও পড়ুন-শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এর উদ্যোগে লতা মঙ্গেশকরের স্মৃতিতে ‘ইন্ডিয়া পোস্ট’ প্রচ্ছদ প্রকাশ
জানা যায় কোচবিহার জেলার সীমান্তবর্তী দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৩ ফুট উচ্চতার মূর্তি উন্মোচন হল। সেই সময় উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, কোচবিহার রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী বিজ্ঞেয়ানন্দ, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, দিনহাটা ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন বর্মন, ব্লক তৃণমূল সভাপতি বিষ্ণু কুমার সরকার এবং আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
আরও পড়ুন-স্কুল-কলেজ ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ নয়, জানিয়ে দিল কোর্ট
পাশাপাশি এদিন চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের মাঠে সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। তার সুরের মূর্ছনায় সকল দর্শকদের মাতালেন তিনি।