দ্বিতীয়বার বাবা হলেন জিৎ!পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী মোহনা
কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন টলি অভিনেতা জিৎ|সোমবার সোশ্যাল মিডিয়া পেজে এই সুখবর দিলেন অভিনেতা নিজেই|
আরো পড়ুন-মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে মিলল না রাজ্যপালের সই!
গত ২৭ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়া পেজে স্ত্রী মোহনা আর মেয়েকে নিয়ে মেটারনিটি ফটোশ্যুটে করে তাক লাগিয়েছিলেন জিৎ।প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি শেয়ার করে জিৎ ক্যাপশনে লিখেছিলেন, ‘একটা খুশির খবর আমরা সকলের সঙ্গে শেয়ার করতে চাই। আর সেটা হল আমি আর মোহনা আমাদের দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছি। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য’।
আরো পড়ুন-হরিদেবপুরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী!
জিৎ এই সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভরিয়ে দেয় ইন্ডাস্ট্রির সহকর্মী-বন্ধুরা সহ তার অসংখ্য ভক্তগনেরা| সংগীত শিল্পী অনীক ধর থেকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ প্রায় প্রত্যেকেই শুভেচ্ছা আর ভালোবাসায় জানিয়েছেন জিৎ-মোহনাকে।রইল আমাদেরও শুভেচ্ছা বার্তা…