নির্মিয়মান ব্রিজে রঙ করার হাইড্রোলিক গাড়ির তলায় চাঁপা পরে মৃত্যু এক মহিলার
নির্মিয়মান ব্রিজে রঙ করার হাইড্রোলিক গাড়ির তলায় চাপা পরে মৃত্যু এক মহিলার। বৃষ্টির সময় ব্রিজের নিচে শুয়ে ছিল ওই মহিলা। সেই সময় ওই গাড়িটি ব্যাক করছিলো তখন চাকার তলায় পরে মারা যায়। ঘটনাস্থলে পৌছয় নিউটাউন থানার পুলিশ।ঘটনা নিউটাউন মহিষবাথান লোহা পুল ব্রিজ।
আরো পড়ুন-পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে মহিলা শক্তি আরও বাড়াতে বড় চমক আনলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব!
স্থানীয়দের দাবী,মানসিক ভারসাম্যহীন ওই মহিলা এই এলাকাতেই ঘোরাঘুরি করে। আজ দুপুরে যখন বৃষ্টি হচ্ছিলো তখন আশ্রয় নিতে নির্মিয়মান ব্রিজের নিচে আশ্রয় নেয়। সেখানে শুয়ে থাকে। ওই স্থানেই ব্রিজে রং করছিল একটি হাইড্রোলিক গাড়ি। সেই গাড়ি ব্যাক করতে গিয়ে ওই মহিলার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
আরো পড়ুন-মমতা এখন মাঠে নামতে বাধ্য,অভিষেককে দিয়ে কিছু হচ্ছে না:মমতা-অভিষেক জনসংযোগ নিয়ে সুকান্ত
খবর পেয়ে নিউটন থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দেহটি উদ্ধার করে বিধাননগর মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই হাইড্রোলিক গাড়ির চালক পলাতক।