উত্তরবঙ্গে দু’টি বিমানবন্দর আবার চালু করতে আপত্তি কোথায়, প্রশ্ন হাইকোর্টের
নিউজ ডেস্ক: পরিকাঠামো অবনতির কারণে বন্ধ হয়ে গিয়েছিল উত্তরবঙ্গের দু’টি বিমানবন্দর। একটি বালুরঘাট, অন্যটি কোচবিহার বিমানবন্দর। আবার নতুন করে বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্র ও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট তলব করল রাজ্যের সর্বোচ্চ আদালত। বিমান সংস্থা কি ভাবছে? সে নিয়েও আদালতকে জানাতে হবে বলে এদিন জানানো হয়েছে।
আরও পড়ুন-বাড়ির বস্তুর সঙ্গে রয়েছে অ্যাকোয়ারিয়ামের গভীর সম্পর্ক
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে অশোক হালদার নামে এক আইনজীবীর করা জনস্বার্থ মামলার এদিন ভার্চুয়াল শুনানি হয়। আইনজীবী কল্যাণ চক্রবর্তী বলেন, ‘আগে থেকেই বালুরঘাট ও কোচবিহারে বিমানবন্দর রয়েছে। এই দুই বিমানবন্দরে স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা কাজ করছেন। এর জন্য প্রতি মাসে গড়ে ১ কোটি টাকার উপরে খরচ হচ্ছে। কিন্তু, এই দুই বিমানবন্দর চালু না থাকায়, উত্তরবঙ্গের মানুষের কোনও সুবিধা হচ্ছে না। সে কারণে এখানে অন্ততপক্ষে ১০০ আসন বিশিষ্ট বিমান উড়ানোর ব্যবস্থা করা হোক।’
আরও পড়ুন-কোচবিহারের সঙ্গে কামাখ্য়া মন্দিরের যোগ নিয়ে চর্চা আজও তুঙ্গে
এর পরেই রাজ্য সরকারের পক্ষের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার জানান, ‘ওই বিমানবন্দরগুলোতে যদি কেন্দ্রীয় সরকার বিমান পরিষেবা চালু করে, তাহলে আমাদের কোনও আপত্তি নেই। সেখানে আমরা বিমান চালাতে প্রস্তুত।’