‘মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের’! বিস্ফোরক কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য

সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে দেরিতে হাজির হল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।এরপরে অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য|

আরো পড়ুন-দ্বিতীয় হুগলি সেতুতে সাংসদ বনাম মন্ত্রীর বচসা!যানজটের সৃষ্টি সেতুতে

এদিন প্রদীপ ভট্টাচার্য বিষ্ফোরক স্বীকারক্তি করে বলেন, ‘মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের। যে দিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়। সেই দিন সোমেন মিত্রর ফোন এসেছিল। সীতারাম কেশরী সোমেনকে বলেছিলেন মমতাকে বহিষ্কার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না। কিন্তু সোমেনের উপর এমন চাপ তৈরি হল, সে বাধ্য হল। তার জন্য প্রায়শ্চিত্ত কংগ্রেসকে আজও করতে হচ্ছে।”

আরো পড়ুন-প্রাথমিক স্তরে সিমেস্টার পদ্ধতি বাতিল!নবান্ন বৈঠকে ব্রাত্যকে ভর্ৎসনা মমতার

তিনি আরো বলেন,”আমি জানি না এই খাদ থেকে কবে উঠে আসব।”প্রদীপের এহেন বিষ্ফোরণের পরই নানান প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে|এতদিন পর কেন হঠাৎ এই উপলব্ধি হল এই বর্ষীয়ান নেতার?তবে কি বঙ্গ কংগ্রেসের দ্বন্ধ এবার আসছে প্রকাশ্যে?হঠাৎ তৃণমূল সুপ্রিমোর ভূয়সী প্রশংসা কি দিচ্ছে কোন ইঙ্গিত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *