পানীয় জলে নোংরা থাকায় কামারহাটির মানুষদের কিনে খেতে হচ্ছে জল,উদাসীন পৌরসভা

কামারহাটি পৌরসভার ১১নং ওয়ার্ড বিশ্বনাথ পল্লী এলাকায় পানীয় জলের চরম সঙ্কট, কিনে খেতে হচ্ছে পানীয় জল। এলাকার মানুষের অভিযোগ পানীয় জলে নোংরা, দীর্ঘদিন ধরে পৌরসভাকে জানিয়েও কোনো সুরহা মেলেনি।

আরো পড়ুন –টাকিতে বিজেপি থেকে প্রায় ২০০০ কর্মী সমর্থক যোগ দিল তৃণমূলে

এই বিশ্বনাথ পল্লীর লাগোয়া রয়েছে তাতিয়া খাল|এই খালের অবস্থা বেহাল, জমে রয়েছে ময়লার স্তুপ, আর তার ওপর দিয়ে গেছে এলাকার পানীয় সরবরাহ জলের পাইপ|

এলাকার মানুষের অভিযোগ একটু বৃষ্টি হলেই জল জমলে ওই পাইপে কোথাও লিকেজের মাধ্যমে খালের জল পাইপে ঢুকে এঘটনা ঘটছে।

আরো পড়ুন –ঠাকুরনগরে তৃতীয় প্লাটফর্ম ও দুটি রেলগেট তৈরীর আবেদন খতিয়ে দেখলো ইস্টার্ন রেলের ডিআরএম

কামারহাটি পুরসভার ১,২ ওয়ার্ডে ডায়রিয়ার প্রকোপ সদ্য কমতেই ফের জল বাহিত রোগের  আতঙ্কে ভুগছে 11নং ওয়ার্ডের বাসিন্দারা।

আরো পড়ুন –এবার দেবী দুর্গার পুজো করতে সাত সমুদ্র পেরিয়ে জার্মানি যাচ্ছেন বারাসাতের পূজারী গোবিন্দ

যদিও কামারহাটি পুরসভার পুরপ্রশাসক গোপাল সাহা জানান তাদের কাছে কোনো অভিযোগ আসেনি এখনো আসলে বিষয়টি দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *