লেকটাউনে দমকল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার আরো দুই!একজন মূল মাস্টারমাইন্ড
লেকটাউন দমকল কর্মী স্নেহাশীষ রায়কে গুলি করে খুন করার ঘটনায় গ্রেপ্তার আরো দুই, সাগর হালদার এবং অন্যজন তন্ময় পাল ওরফে রাহুল| ভোলা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাগর হালদার মূল মাস্টারমাইন্ড সুপারি কিলার অর্থাৎ শুটার সুপারি দেয়া হয়েছিল এক লক্ষ টাকা।
আরো পড়ুন-চটুল নাচে-গানে তৃতীয় লিঙ্গের নর্তকীদের নিয়ে বিজয় উৎসবে মাতোয়ারা আমডাঙার শশিপুর গ্রাম!
তন্ময় পাল ওরফে রাহুল সুপারি কিলারদের সাথে যোগাযোগ করেছিল খুন করার বিষয় নিয়ে এবং গোটা খুনের পরিকল্পনা থেকে শুরু করে একেবারে মাস্টারমাইন্ড মূল ভূমিকা ছিল সাগরের। সাগর হালদার এর আগে তিনটি খুনে অভিযুক্ত কখনো তিনি সোদপুর কখনো বা ঘোলা কখনোবা লেকটাউন এলাকায় থাকতেন এমনটাই পুলিশ জানতে পেরেছে। আগে যে তিনজন গ্রেফতার হয়েছিল তার মধ্যে আকাশকে জিজ্ঞাসাবাদ করে একেবারে সমস্ত তথ্য সামনে আসে এরপরেই গতকাল রাতে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং লেকটাউন থানার পুলিশ এই দুজনকে গ্রেফতার করে।
আরো পড়ুন-‘বিরোধী শূন্য করার রাজনীতি যে পশ্চিম বাংলায় তার নিদর্শন হচ্ছে ভাঙ্গর’:দিলীপ ঘোষ
পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে ব্যবসায়িক শত্রুতার কারণে খুন করেছে একদিকে লটারির ব্যবসা অন্যদিকে বালি পাথরের ব্যবসা ছিল সাগর হালদারের। সাগর এবং স্নেহাশীষ এই দুজনেই ব্যবসায়িক পার্টনারও ছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দুজনকে আজকে বিধাননগর আদালতে পেশ করা হচ্ছে নিজেদের হেফাজতে নেওয়া আবেদন জানানো হচ্ছে আরো একটি বিষয় পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে মহিলা সংক্রান্ত বিষয়