কলকাতার রাস্তায় আক্রান্ত অভিনেত্রী!লাইভে এসে জানালেন পুরো ঘটনা

যেখানে রাজ্য জুড়ে আর জি কর কান্ড ঘিরে উত্তপ্ত পরিস্থিতি|নারী সুরক্ষা ও স্বাধীনতা নিয়ে উঠছে একের পর এক সওয়াল|তারই মাঝে আজ দক্ষিণ কলকাতা সাক্ষী রইল আরেক দুর্ভাগ্যজনক ঘটনার,যেখানে আক্রান্ত হলেন আরেক নারী|আক্রান্ত মহিলা টলি পাড়ার অভিনেত্রী|অভিনেত্রীর নাম পায়েল মুখোপাধ্যায়|

আরো পড়ুন-মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেফতার অভিনেতা!গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইক আরোহী

ফেসবুক লাইভে এসে পায়েল জানালেন কীভাবে তাঁর সামনে এসে, তাঁর গাড়ির জানলার কাচ ভেঙে দেয় অজ্ঞাত পরিচয় এক বাইক আরোহী|তিনি জানান,”বাধ্য হয়েই ফেসবুক লাইভে এলাম। আপনারা দেখুন কী অবস্থা। এখন আমি ২৭, এ সাদার্ন অ্যাভিনিউয়ের সামনে। কলকাতা শহরে এত প্রতিবাদ হচ্ছে, তার মধ্যেই একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তা নেই।”

আরো পড়ুন-আর জি কর কান্ড নিয়ে তোলপাড়ের মাঝেই এলো ‘ভাইরাল অডিও!আসল অপরাধীকে করা হচ্ছে আড়াল?

পায়েল আরো জানান,”বাইকটা আমার গাড়িতে ধাক্কা দেয়। আমিই ড্রাইভ করছিলাম। ছেলেটা আমার গাড়ির কাছে এসে জানলা খুলতে বলে। শ্লীলতাহানির ভয়ে আমি স্বাভাবিকভাবেই গাড়ির জানলা খুলিনি। তারপরই ছেলেটি এসে আমার গাড়ির জানলায় ঘুঁষি মেরে কাচ ভেঙে দেয়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আমার গাড়ির ভিতর থেকে বের হতে ভয় লাগছিল। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তা!”পায়েল নিজেই জানান পুলিশ অভিযুক্তকে আটক করেছে|তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে দক্ষিণ কলকাতার মত লোকারণ্য জায়গায় প্রকাশ্য রাস্তায় যদি একটি মেয়েকে এইভাবে হেনস্থা হতে হয়,তবে সত্যি এই রাজ্যের মেয়েরা কি কোথাও সুরক্ষিত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *