করোনার জের কমতেই কলকাতা মেট্রো রেলে ফের চালু হচ্ছে টোকেন
নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার কলকাতা মেট্রো রেলে ফের চালু হচ্ছে টোকেন (Token)। মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে৷ ফলে আগের মতোই যাত্রীদের টোকেন বিক্রি শুরু হবে। যাত্রীরা টোকেন কিনে মেট্রোয় যাতায়াত করতে পারবেন। করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়তেই টোকেন বিক্রি করা বন্ধ করে দিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ৷
আরও পড়ুন-দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০২২ বাজেট এক নজরে, দেখে নিন কি পরিবর্তন হল
শুধুমাত্র স্মার্টকার্ড ব্যবহার করে যাতায়াত করতে পারছিলেন যাত্রীরা৷ মূলত সংক্রমণের ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ৷ বিধিনিষেধের কারণে মেট্রোয় পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের নির্দেশও জারি করেছিল রাজ্য সরকার৷মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, স্টেশনগুলিতে টোকেন স্যানিটাইজিং মেশিন রাখার বন্দোবস্ত করা হবে৷ সমস্ত টোকেন জীবাণুমুক্ত করেই যাত্রীদের হাতে দেওয়া হবে৷