গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করছে বিজেপি:দাবি তৃণমূলের

আবারও রাজ্যের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তাঁর অপকর্ম ফাঁস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে সাম্প্রদায়িক শান্তি ভঙ্গ করার চেষ্টা করেন ওই বিজেপি নেতা। তাঁর মিথ্যা প্রকাশ্যে চলে আসার পরই অবশ্য দ্রুত সেই পোস্টটি মুছে ফেলেন শুভেন্দু অধিকারী

আরো পড়ুন-‘ধান্দা’-র মতো কুমন্তব্যের জন্য সুকান্ত মজুমদারের কাছ থেকে নিঃশর্ত ক্ষমার দাবি তৃণমূলের

রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্যের পদাঙ্ক অনুসরণ করে শুভেন্দু অধিকারী ২০২৩ সালের একটি নির্দেশিকা পোস্ট করে দাবি করেন, আগামী ২২ জানুয়ারি নাকি রক্ষণাবেক্ষণের কাজের জন্য রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। নিজের মিথ্যাকে সত্যি বলে প্রমাণ করতে শুভেন্দু সেই পোস্টে লেখেন, ‘‘বর্ধমানের বহু বিজেপি কর্মকর্তা ডব্লিউবিএসইডিসিএল-এর পাঠানো এই সংক্রান্ত বার্তাটি আমাকে ফরওয়ার্ড করেছেন’’!

এই প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘Ever since Smt. @MamataOfficial announced her all-faith ‘Sanhati’ rally, a faction of @BJP4India’s state leadership, goaded by @SuvenduWB, has resorted to spreading baseless propaganda. Today, in his sheer desperation, Mr. Adhikari went so far as to circulate a fraudulent notice from the WBSEDCL, evidently with the malafide intent of stoking communal tensions. Realising the legal ramifications of it, he later deleted the tweet. Why hide behind such egregious lies when you know you can’t defend them?’’

আরো পড়ুন-‘রক্ত থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না’: হুঁশিয়ারি মমতার

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘শুভেন্দু অধিকারী তড়িঘড়ি একটি টুইট করেন এবং পরে তা মুছেও দেন। তিনি দাবি করেন, রাজ্য বিদ্যুৎ পর্ষদ নাকি বিভিন্ন জায়গায় সাময়িক বিদ্যুতের সরবরাহ বন্ধ রাখবে। মূলত, আগামী ২২ জানুয়ারিই এই ঘটনা ঘটবে। এই পোস্টটি সামনে আসার কিছুক্ষণের মধ্যেই জানা যায়, গতবছরের একটি রক্ষণাবেক্ষণের কাজের জন্য ওই নির্দেশিকা জারি করা হয়েছিল। প্রকৃত ঘটনা সামনে আসার পরই তিনি ওই পোস্টটি মুছে দেন।’’

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এই অপচেষ্টার কঠোর সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডা. শশী পাঁজা। তিনি বলেন, ‘‘আমার প্রশ্ন, তিনি আর কত নীচে নামবেন? ভুয়ো খবর ছড়িয়ে বিজেপি যেভাবে লাগাতার সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, আমরা তাকে ধিক্কার জানাচ্ছি। একইসঙ্গে, রাজ্য প্রশাসনের কাছে আমাদের আবেদন, যাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের অপকর্ম করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক।’’

আরো পড়ুন-পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর!

সমালোচনার একই সুর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায়। তিনি বলেন, ‘‘ওঁকে এমন সব উদ্ভট দাবি করতে দেখে আমরা স্তম্ভিত! যদিও ওই পোস্টটি ইতিমধ্যেই মুছে দেওয়া হয়েছে, তা সত্ত্বে ইতিমধ্যেই সেটি নানা জায়গায় ছড়িয়ে গিয়েছে। এর ফলে যে গুজব ছড়াল, তার খেসারত কে দেবে? বিরোধী দলনেতা কেন ইচ্ছাকৃতভাবে এসব করেন?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *