কাল থেকে চলেছে সরস্বতীপুজোর বাজার, বাজারদরে নাভিশ্বাস মধ্যবিত্তের

নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। অন্যদিকে শাক, সবজি, ফল, ফুল থেকে শুরু করে চাল, ডাল, তেল—সবকিছুর দামেই আগুন। সরস্বতী পুজোর জন্য সেই বাজার বেশ চড়া। আজ, শনিবার বাগদেবীর আরাধনা। গৃহস্থের ঘরে বাগদেবীর আরাধনার আয়োজন কাল পর্যন্ত ছিল তুঙ্গে। কিন্তু এই অবস্থায় অনেকেই আয়োজনে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন-বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’তে রোম্যান্সে ভরপুর বৈশাখী শোভন, করল আবদার

এদিন প্রতি কেজি শসা বিক্রি হয়েছে ৫০–৬০টাকা দরে। এক ডোজন কাঁঠালি কলার দাম পড়ছে ৬০ টাকা। শাঁকালু, আপেল, পেয়ারা, পাকা পেঁপে, তরমুজ প্রতি কেজির দাম ছিল যথাক্রমে ৪০, ১৫০, ১২০, ৫০ এবং ৫০ টাকা। একটি আনারসের দাম নিয়েছে ৬০–৭০ টাকা। জামরুল বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। এক টুকরো আখের দামই ৮–১০টাকা। নারকেল কুল ৫০–৬০টাকায় বিক্রি হয়েছে। দেবীর ঘটের ডাব বিক্রি হয়েছে ৩০–৩৫ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *