বছর শেষের উৎসবে রাজ্যে শীতের আমেজ থাকবে ভরপুর

নিউজ ডেস্ক: বড়দিন এবং বছর শেষের উৎসবে শীতের আমেজ থাকবে ভরপুর। আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার প্রধানত আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি ক্রমেই আরও নিম্নমুখী হতে পারে তাপমাত্রার পারদ। মাঝে তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের নামবে পারদ।

আরও পড়ুন-আলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে কোন পদক্ষেপ না

আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি এবং ১৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষ দুই দিনে তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে ১৩ ডিগ্রির ঘরে যেতে পারে। নতুন সপ্তাহের প্রথম তাপমাত্রা আরও কমে ১২ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-রাজ্যে বাড়ল লকডাউন বিধিনিষেধের সময়সীমা, ছাড় ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত

এদিকে আঘামী সপ্তাহে তাপমাত্রার পারদ ১২ ডিগ্রির ঘরে যাওয়ার পর ফের সামান্য উষ্ণতা বাড়তে পারে কলকাতায়। তবে সেই উষ্ণতা কাটিয়ে উঠে ফের জাঁকিয়ে ফিরবে ঠান্ডা। গত দুই বছর করোনা আবহে বড়দিন বা বর্ষবরণ পালন করা যায়নি সেভাবে। তবে এবার রাজ্য সরকার বিধি শিথিল রয়েছে। এই আবহে শীতে কাঁপতে কাঁপতে ঠিক আগের মতো উতসবে মজতে মুখিয়ে বঙ্গবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *