শুভেন্দুর আইনজীবীকে তলব লালবাজারের!কিন্তু কেন?

গত সপ্তাহে সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি প্রতিনিধি দলকে সায়েন্স সিটির কাছে আটকানো হয়। সেই পরিস্থিতিতে আইনজীবী সূর্যনীল দাস প্রশ্ন তুলেছিলেন, ওনাকে আটকানোর জন্য আইনে কি কোনও ধারা আছে? এই ঘটনার পরবর্তী সময়ে লালবাজার থানা থেকে আগামী ২১ ফেব্রুয়ারি আইনজীবী সূর্যনীল দাসকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার হাই কোর্টে শুনানি হলে তবেই স্পষ্ট হবে, তাঁকে হাজিরা দিতে হবে কি না।শুভেন্দু অধিকারীর  আইনজীবীকে তলব করল লালবাজার। আর কলকাতা পুলিশের সমন পেয়েই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন সূর্যনীল দাস নামে ওই আইনজীবী।

আরো পড়ুন-‘টাকা পাইয়ে দেওয়া হচ্ছে,দলকে সমর্থন করবেন তো?’:সন্দেশখালিতে শাসকের প্রস্তাব

আইনজীবী সূর্যনীল দাস বিরোধী দোলনেতা শুভেন্দুর আইনজীবী  , তাঁর দাবি— কলকাতা পুলিশ তাঁকে নোটিস পাঠিয়েছে। কিন্তু কী কারণে তলব করা হল, তা উল্লেখ নেই ওই নোটিসে। আর তাই তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, শুভেন্দুর আইনজীবীকে এ বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে উচ্চ আদালত। মঙ্গলবার মামলার শুনানি হতে পারে বিচারপতি কৌশিক চন্দ। উচ্চ আদালতে আইনজীবী সূর্যনীল দাসের অভিযোগ, সন্দেশখালি নিয়ে শুভেন্দুর হয়ে তিনি হাই কোর্টে মামলা করেছিলেন বলেই পুলিশের কোপে পড়েছেন। তাঁকে আগামী ২১  তারিখ অর্থাৎ বুধবার লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার, মঙ্গলবার হাই কোর্টে এই সংক্রান্ত শুনানিতে সূর্যনীল আদৌ স্বস্তি পান কি না।

আরো পড়ুন-জেলায় জেলায় বিগ বাজার করার ঘোষণা মুখ্যমন্ত্রীর! জানিয়েছেন প্রচুর কর্মসংস্থানের কথাও

প্রসংগত, অন্যদিকে সম্প্রতি সন্দেশখালিতে যাওয়ার পথে পায়ে চোট পাওয়ার জন্যই অধিবেশনে উপস্থিত হননি বলেই খবর। রবিবার নরেন্দ্র মোদীর বক্তৃতার সময়েও শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি বলে দাবি। দু’দিনের ‘রাষ্ট্রীয় অধিবেশন’ শেষ হল বিজেপির। কিন্তু শনি বা রবিবারে একটি বারের জন্য সেই অধিবেশনে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনটা জানালেন অধিবেশনে হাজির থাকা বাংলার প্রতিনিধিরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *