শহর কলকাতায় এলেন শ্রীলংকার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরললীধরন

শহর কলকাতায় এলেন শ্রীলংকার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরললীধরন।সল্টলেকের শিক্ষা নিকেতন স্কুলে গেলেন মুরললীধরন।  প্রাক্তন ক্রিকেটার  স্কুলে পা রাখতেই আনন্দের উচ্ছাসে মেতে উঠলেন, নিজস্বী তুলতে ও অটোগ্রাফ নিতে রীতি মতো হুড়োহুড়ি ভিড় শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীদের। প্রথমেই তাকে
ফুলের মাধ্যমেই বরণ করে নিলেন স্কুল কর্তৃপক্ষ । সেখান থেকে স্কুলের মাঠে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে ক্রিকেট খেললেন , ও বোলিং করলেন তিনি ।

আরো পড়ুন-রাজ্যাপালের অভিযোগের জেরে এবার রাজভবনের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ!

কলকাতার রসগোল্লাও খেয়ে দেখেন তিনি। কলকাতা আমার প্রচুর মেমোরি রয়েছে ১৯৯৬ সালে সেমিফাইনালে ভারতের সঙ্গে খেলার মুহূর্ত শেয়ার করলেন তিনি । প্রাক্তন ক্রিকেটারের  সঙ্গে ছিলেন অস্কার বিজয়ী চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নেয়ার’ খ্যাত অভিনেতা মধুর মিত্তাল।

আরো পড়ুন-ফের ডেঙ্গুতে মৃত্যু সল্টলেকে!মৃত্যু ৫২ বয়সী ১১৫ দত্তাবাদের বাসিন্দা প্রতিমা মন্ডলের

এই বায়োপিকে অভিনেতাকে কিংবদন্তি শ্রীলঙ্কার স্পিনারের ভূমিকায় দেখা যাবে। আগামী ৬ অক্টোবর তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে। চলচ্চিত্রটি  আন্ডারডগ গল্পের একটি অল্প বয়স্ক ছেলে থেকে সর্বশ্রেষ্ঠ স্পিনার হয়ে ওঠার গল্প। যিনি অনেক লড়াই করে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৮০০ উইকেট দখল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *