আরজি করে পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড ইয়ারের ট্রেনি ডাক্তারের রহস্যমৃত্যু!কি হয়েছিল আসলে…
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল। অভিযোগ, ধর্ষণ করে খুনের। ঘটনাস্থলে পৌঁছেছে টালা থানা এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখার সদস্যরা।
আরো পড়ুন-বাংলাদেশের অশান্ত পরিস্থিতি র মধ্যেও বিএসএফের মানবিক মুখ দেখলো দেশবাসী
প্রাথমিক ভাবে জানা গিয়েছে,মৃতার নাম মৌমিতা দেবনাথ। সোদপুরের বাসিন্দা মৌমিতা আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর সঙ্গীদের দাবি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ সেমিনার হলে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
আরো পড়ুন-অগ্নিগর্ভ বাংলাদেশের অশান্তি অব্যাহত!জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ২৪ জনের
পুলিশে খবর গেলে তাঁদের উপস্থিতিতে চিকিৎসকেরা ওই তরুণীকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতেও তাঁকে হাসপাতালে ডিউটি করতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।