মাঝরাতে লেকটাউনে পথ দুর্ঘটনা, মৃত ৩
রবিবার ভোর রাতে লেকটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। পুলিশ সূত্রে খবর, লেকটাউন ঘড়ির মোড়ের কাছে ভিআইপি রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়িকে পিছন থেকে এসে ধাক্কা মারে ৪৪নং রুটের একটি বাস। প্রথমে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুন-এবার রাজীবের নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা
পরবর্তী সময়ে হাসপাতালে তাদের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, বাসটি বাগুইআটি থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল। সেই সময় লেকটাউন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা একটা প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে।
আরো পড়ুন-তালিবানি লোকেরা এসে মা-বোনেদের শ্লীলতাহানি করবে এটাই চলছে বাংলায়:সুকান্ত মজুমদার
পুলিশ সূত্রে আরও খবর, ভোর আড়াইটে নাগাদ ৪৪নং রুটের এক নতুন বাস চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মারে। এরফলেই মৃত্যু হয় গাড়ি থাকা তিন যাত্রীর।