রাতের শহরে ফের বেপরোয়া গতির ফলে দুর্ঘটনা!বস্তির ঘরের উপর গিয়ে পরে গাড়ি
রাত্রি প্রায় একটা নাগাদ লেকটাউন থেকে সল্টলেক গামী যে উল্টোডাঙ্গা ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর থেকে একটি চারচাকা গাড়ি ব্রিজের ব্যারিকেড ভেঙে নিচে পড়ে যায়|
আরো পড়ুন-সন্দেশখালির তৃণমূল নেতা অজিত মাইতিকে সোমবার সকালে গ্রেফতার করেছে পুলিশ!
স্থানীয় সূত্রে, জানা গিয়েছে গাড়িটি লেকটাউন থেকে উল্টোডাঙা ব্রিজ হয়ে সল্টলেকের দিকে রাস্তাটিতে যাচ্ছিল এবং বেপরোয়া গতি থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ না রাখতে পেরে ব্রিজের ব্যরিকেড ভেঙে উপর থেকে নিচে পড়ে যায়|নিচে বস্তি ছিল আর সেই বস্তির একটি ঘরের উপর গাড়িটি গিয়ে পড়ে|উক্ত ঘটনায় গাড়ির যে চালক ছিলেন তিনি আহত হয়েছেন,মাথার পিছনে আঘাত পেয়েছেন তিনি|তাকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে|
আরো পড়ুন-নতুন শিক্ষাবর্ষে কলেজগুলোতে স্নাতক স্তরে পড়ুয়া ভর্তির জন্য অভিন্ন পোর্টাল চালু হবে!
তবে যেই বাড়ির উপরে গাড়িটি গিয়ে পড়েছে সেই বাড়িতে কোন লোক ছিল না ফলে সেখানে কেউ আহত হননি|তবে গাড়ির যিনি চালক ছিলেন তাকে পরবর্তী সময় মেডিকেল পরীক্ষা করানো হবে যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা|তবে রাতের কলকাতায় বেপরোয়া গতি কেনই বা হচ্ছে তা কিন্তু একটি বড় প্রশ্নের মধ্যে থেকেই যাচ্ছে…