‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছে টাকা নেই ভোটে লড়তে পারবো না,আর কাউন্সিলর ৫ কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরছে’:বেআইনি বাড়ি নিয়ে লাইভ সাংবাদিক বৈঠকের মধ্যেই মেয়রকে তুলোধনা অবসরপ্রাপ্ত বিচারপতিকে
কলকাতায় বেআইনি বাড়ির বিরুদ্ধে চলা সাংবাদিক বৈঠকের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলীকে ফোন করলেন মেয়র ফিরহাদ হাকিম। দুপুর ২.২৫ মিনিটে ফোনটি আসে। তখন লাইভ সাংবাদিক বৈঠক করছিলেন অশোকবাবু। কথা হয় দু’জনের। অশোকবাবু পরে বলেন, তাঁর জীবনে এরকম ঘটনা আগে ঘটেনি। কোনও কোনও সাংবাদিক বৈঠকে বাড়ির লোকে ফোন করেছেন। তবে কোনও সরকারি উঁচু পদে থাকা কেউ তাঁকে সাংবাদিক বৈঠকের মাঝে এর আগে ফোন করেননি। বিষয়টাতে তিনি কিছুটা অবাক হয়েছেন। অশোকবাবুর বক্তব্য অনুযায়ী, মেয়র তাঁকে জানান, বেআইনি বাড়ি হয়েছে বাম আমলে। বিচারপতি তাঁকে বলেন, তাহলে সেগুলি ভেঙে দেন নি কেন?