রাজ্যে চালু হচ্ছে রেসকিউ সুপারভিশন সেন্টার
নিউজ ডেস্ক:কলকাতা ও শহরতলির জলপথ পরিবহণকে আরও সুরক্ষিত করতে রাজ্য সরকার একটি রেসকিউ সুভারভিশন সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে।এই কেন্দ্রটি চালু হলে ভবিষ্যতে নদীপথে কোন দুর্ঘটনা বা বিপর্যয় ঘটলে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত সেই খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করা যাবে বলে পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে।
নবান্ন সূত্রে খবর, জলপথ পরিবহণকে কী ভাবে আরও সুরক্ষিত ও নীরাপদ করা যায় তার রূপরেখা তৈরি করতে পেশাদার বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করা হচ্ছে । এ জন্য সম্প্রতি টেন্ডারও ডাকা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কলকাতার গঙ্গা-পথে কোনও দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত উদ্ধারকাজ শুরু করা যায়, সেই লক্ষ্যে একটি স্থায়ী রেসকিউ সুপারভিশন সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে । সেখান থেকেই নজরদারি ও উদ্ধারকাজ পরিচালনা করা হবে। অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা প্রশিক্ষিত কর্মীদের পাশাপাশি তথ্য আদানপ্রদানের জন্য তথ্যপ্রযুক্তি কাজে লাগানো হবে। আরএফআইডি, ভিডিয়ো প্রসেসিং, ইলেকট্রনিক চ্যানেল চার্ট, ভিটিএস, এআইএস, সিসিটিভি এবং জিপিএস এর মতো প্রযুক্তি ব্যবহার করা হবে।
পরিবহণ পরিকাঠামো উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দীনেশ বাজাজ বলেন, সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকায় বিকল্প পথ হিসাবে জলপথকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক জেটি নির্মাণ এবং নতুন জলযান কেনার পাশাপাশি যাত্রী নিরাপত্তায় সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। যাতে মানুষ স্বচ্ছন্দে ও নিরাপদে যাতায়াত করতে পারেন।