‘একা চারটে ছেলে সাথে ডিউটি করতে হত!ও আর জি কর হাসপাতালে যেতে চাইতো না,অনীহা ছিল’: বিস্ফোরক আর জি কর মৃতা ছাত্রীর বাবার
আর জি কর হাসপাতালে ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ করলেন ডাক্তারি ছাত্রীর বাবা। মেয়ের ওপর যথেষ্ট চাপ ছিল হাসপাতালে কাজ করতে গিয়ে। সিনিয়ার ডাক্তাররা ঠিকমতো কাজ করতে দিত না তাকে হাসপাতালে। তাদের মেয়েকে কেউ খুন করার জন্য সুপারি দিতে পারে।”মুখ্যমন্ত্রীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। হাসপাতালের সহকারি সুপার আমাদের বলেছিল আমাদের মেয়ে আত্মহত্যা করেছে”,এমনটাই দাবি মৃতার বাবার|
আরো পড়ুন-‘মেয়েকে কেউ খুন করার জন্য সুপারি দিতে পারে’:মেয়ের মৃত্য নিয়ে বিস্ফোরক আশঙ্কা ছাত্রীর বাবার
মৃতার বাবার আরো দাবি,”চার জন ছেলে ডাক্তারের সাথে আমার মেয়ে একা ডিউটি করত। ও আর জি কর হাসপাতালে যেতে চাইতো না। অনীহা ছিল।”
আরো পড়ুন-আরজি করে পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড ইয়ারের ট্রেনি ডাক্তারের রহস্যমৃত্যু!কি হয়েছিল আসলে…
তিনি পরিস্কার জানান,”বিক্ষোভরত ডাক্তারের সাথে পূর্ণ সহযোগিতা আর আস্থা আছে। আমরা যোগ দিতে পারি ওদের আন্দোলনে।”