সমরেশ মজুমদারকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে রাজনৈতিক ব্যক্তিত্বদের ঢল!

সোমবার প্রয়াত হন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। বেসরকারি হাসপাতালে ৭৯ বছর বয়সে মৃত্যু শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি|প্রখ্যাত সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে এদিন নামে রাজনৈতিক ব্যক্তিত্বদের ঢল।

আরো পড়ুন-‘পুরো নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়বে’:বাড়তি ৬ নম্বর দেওয়ার নির্দেশ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি

মঙ্গলবার সকাল থেকে তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে আসেন সকলে। শেষ শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম, শশী পাঁজা, শমীক ভট্টাচার্য, মহম্মদ সেলিম, বিমান বসু ও কংগ্রেস নেতারা। সমরেশ মজুমদারের প্রয়াণে বাংলায় ট্যুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরো পড়ুন-‘ওঁকে দেখে হ্যামলেট নয়, মনে হচ্ছে ম্যাকবেথের কথা’:রাজ্যপালকে কটাক্ষ ব্রাত্য-র

শ্রদ্ধা জানানোর পর মরদেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *