৩টি হাসপাতাল ঘুরে NRS-এ চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ
ফের সরকারি হাসপাতালে রেফারের শিকার ২৪ বছরের যুবক|৩টি হাসপাতাল ঘুরে NRS-এ চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ উঠল।
আরো পড়ুন-গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার!খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে
জানা গিয়েছে,খেলতে গিয়ে কুচকিতে চোট পান বছর ছাব্বিশের যুবক। এরপর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। অভিযোগ, প্রথমে এম আর বাঙুর, এরপর এসএসকেএম, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল ঘুরে NRS-এ নিয়ে আসা হয় যুবককে।মৃতের নাম মেঘনাদ চন্দ্র।
আরো পড়ুন-বারংবার বাঁধার পরও আটোসাটো নিরাপত্তার মধ্যে দিয়েই জগদ্দল স্টেশনে বন্ধ দোকান ভেঙে দেয় রেল পুলিশ!
মৃকের পরিবারের অভিযোগ,অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হলেও, চিকিৎসক আসেননি। বিনা চিকিৎসায় ফেলে রাখায় আজ সকালে যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হয়েছিল, তখনই রোগীর মৃত্যু হয়, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।