সোনা পাচারের অভিনব কৌশল!অন্তর্বাসের ভেতরে লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল সোনার পেস্ট
কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর দুবাই ফেরত এক ভারতীয় নাগরিক কলকাতায় আসার পর অভিবাসন দপ্তরের আধিকারিকদের তথ্য যাচাইয়ের পরে, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক দপ্তরের আধিকারিকরা ভারতীয় যাত্রীকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়|পরবর্তী সময় শরীরের পরিধানে জামা কাপড়ে তল্লাশি চালানোর সময় সন্দেহজনকভাবে নিজেকে আড়াল করার চেষ্টা করে| ওই যাত্রী এরপরেই আরও তল্লাশি চালিয়ে ওই যাত্রীর অন্তর্বাসের ভেতরে কাগজের মোড়কে লুকিয়ে রাখা সোনার পেস্ট উদ্ধার করে শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকেরা।
আরো পড়ুন-পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের ভাঙ্গন, ৪০০ কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগদান পঞ্চায়েত সদস্যের
এরই পাশাপাশি ব্যাংকক থেকে আসা আর এক ভারতীয় নাগরিক কলকাতা বিমানবন্দরে নামলে তাকেও তল্লাশি চালিয়ে তার ব্যাগের মধ্যে গোল্ড পেস্ট উদ্ধার করে। দুটি ক্ষেত্র মিলিয়ে উদ্ধার হওয়া সোনার পরিমান প্রায় ১ কেজি। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬২লক্ষ টাকা। দুই ভারতীয় যাত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে শুল্ক দপ্তর সূত্র মারফত খবর।