টালা পার্কের পর এবার জল বন্ধ থাকবে গার্ডেন রিচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের!জেনেনিন কবে,কখন কোন কোন জায়গা বন্ধ থাকবে জল…

আগামী ১৮ জানুয়ারি সকাল ৯ টা থেকে জল পরিষেবা বন্ধ থাকবে। পরের দিন ১৯ জানুয়ারি সকাল ৬ টায় জল পরিষেবা স্বাভাবিক হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন টক টু মেয়র অনুষ্ঠানের শেষ তিনি বলেন যে জল সরবরাহ ক্ষেত্রে মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল পরিষেবা একদিনে জন্য বন্ধ থাকবে।

আরো পড়ুন-বাঘাযতীনে হেলে পড়ল গোটা চারতলা আবাসন!

যার ফলে কালীঘাট, রানীকুঠি, গড়ফা , চেতলা, গলফ গ্রিন, লোয়ালকা, বেহালা, বাঁশদ্রোণী, মিটিয়াব্রুজ এবং গার্ডেন রিচের জল প্রকল্প থেকে পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ফলস্বরূপ দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, যাদবপুর, বেহালা, মেতিয়াবরুজ, মহেশতলা, বজবজ সহ বিস্তীর্ণ অঞ্চলে জল বন্ধ থাকবে। যার ফলে বোরো ৮, বোরো ৯, বোরো ১০, বোরো ১১ এবং বোরো ১২ আংশিক ছাড়া ও বোরো ১৩ ,১৪, ১৫ এবং ১৬ নম্বর বোরো জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানাল কলকাতা পৌর সংস্থার জল সরবরাহ বিভাগ।

আরো পড়ুন-দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২দিনের মাথায় ফের মালদায় প্রকাশ্যে খুন তৃণমূল কর্মী!

এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম টক টু মেয়র অনুষ্ঠানের শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ রাখার ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *