চাদঁনী চকের বহুতলে ভয়াবহ আগুন!
চাঁদনি চকে একটি বহুতলে আগুন লেগেছে বলে জানতে পারা গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন।আরও তিনটি ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
আরো পড়ুন-‘আজ গোপাল হয়ে গেলেন ভূত আরও উনি হলে সাধু’:সৌগতকে বেনজির আক্রমণ মদনের
এদিন সকলে ৯ নম্বর ম্যাডান স্ট্রিট এলাকায় আগুন লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা।সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ইতিমধ্যে দমকলের আরও তিনটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই,ওই বহুতল খালি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দমকলের তরফে। বহুতল খালি করতে মাইকিং করা শুরু করেছে পুলিশ। আগুনের কালো ধোঁয়ায় অন্ধকারে ঢেকে গিয়েছে গোটা এলাকা।
আরো পড়ুন-সিঙ্গুরের তাপসী মালিক ধর্ষণ-খুনের মামলায় মূল অভিযুক্ত বাম নেতা সুহৃদ দত্তের মৃত্যু
ওই বহুতলটির নীচেই রয়েছে প্রায় পঁচিশটির বেশি দোকান রয়েছে৷তবে কি কারনে আগুন লেগেছে,তা এখনও জানা যায়নি|