ভর সন্ধ্যায় নারায়ণপুর ফায়ার স্টেশনের সামনে চললো গুলি! দেবজ্যোতি ঘোষ নামে এক ব্যক্তির মৃত্যু
বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণপুরের ফায়ার স্টেশনের সামনে একাধিক গুলি চলার ঘটনা। সূত্রের খবর একাধিক বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। অপর একটি গাড়িতে থাকা দেবজ্যোতি ঘোষকে লক্ষ্য কয়েক রাউন্ড গুলি করে তারা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
আরো পড়ুন-‘ভয়াবহ পরিস্থিতি ওখানে!যে অত্যাচার হয়েছে,যে নৃশংসতা ভাবা যায় না’:মনিপুর নিয়ে কাকলি
দেবজ্যোতি ঘোষ সাজাপ্রাপ্ত আসামী পুলিশ সূত্রে খবর। প্যারোলে মুক্তি পেয়ে ফিরছিলেন তিনি। নিয়ম মত প্রতিদিন তাকে নারায়নপুর থানায় হাজিরা দিতে হয়। বৃহস্পতিবার সন্ধ্যাতে নারায়ণপুর থানায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তারপরেই এই ঘটনা।
আরো পড়ুন-‘কাশ্মীরকে ঠান্ডা করেছে,মনিপুরও শান্ত হবে’:মনিপুরে অশান্তি নিয়ে মন্তব্য দিলীপের
ঘটনাস্থলে বিধান নগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গাড়ির মধ্যে পড়ে রয়েছে একটি গুলি। যদিও কে বা কারা এই গুলি চালালো এখনো পর্যন্ত জানা যায়নি। তদন্তে নারায়নপুর থানার পুলিশ।