‘আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করলাম…ওকে মানুষ করতে পারিনি’ :ভাই বাবুনকে নিয়ে বিষ্ফোরক মমতা

আজ সকালেই মমতা বন্দোপাধ্যায়ের ভাই বাবুন বন্দোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন হাওড়ায় প্রসূন বন্দোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করায়|তিনি এও হুঁশিয়ারি দেন নির্দল হয়ে হাওড়াতেই দাড়াবেন|এবার সেই ভাইয়ের বিরুদ্ধেই তোপ দাগলেন খোদ মমতা|

আরো পড়ুন-নিমতায় জলের ট্যাঙ্কের নীচে উদ্বার ব্যবসায়ীর দেহ!গ্রেফতার করা হয়েছে অংশীদারকে

উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ মমতা বলেন, ‘আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনও পরিচয় দেবেন না’। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার পরিবার বলে কিছু নেই। পরিবারকে বাদ দিয়ে যে যাঁর খেলা খেলুক।তিনি সাফ জানান,’আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনও পরিচয় দেবেন না। আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম’

আরো পড়ুন-‘অভিষেক তরুণ ছেলে, বিয়ে করেছে, কিছু তো করে খাওয়াতে হবে’:কেন বললেন মমতা

মুখ্যমন্ত্রী এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন,কেউ একটু বড় হলেই লোভ বেড়ে যায়’।তিনি বলেন, ‘যখন তাঁদের বাবা মারা যান, তখন বাবুনের বয়স আড়াই। দুধের ডিপোয় কাজ করে ভাইদের মানুষ করেছি।বোধ হয় ওকে মানুষ করতে পারিনি।’ এরপর সাংবাদিকদের মমতা বলেন, ‘যাঁর কথা বলছেন, তাঁর অনেক কাজকর্ম অনেকদিন ধরেই আমার পছন্দ নয়|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *