প্রাথমিক স্তরে সিমেস্টার পদ্ধতি বাতিল!নবান্ন বৈঠকে ব্রাত্যকে ভর্ৎসনা মমতার

বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কড়া ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু|এদিন প্রাথমিক স্তরে সিমেস্টার পদ্ধতি চালুর ঘোষণাকে সাফ খারিজ করে দেন মুখ্যমন্ত্রী|

আরো পড়ুন-‘আপনার গয়না মায়ের পছন্দ’, ভাইরাল শ্যামাসুন্দরী মন্দিরে পুণ্যার্থীদের থেকে তোলাবাজি!

বৈঠকের সময় মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন তাঁর বা মুখ্যসচিবের অনুমোদন ছাড়াই এমন নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করা হল।মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘অনুমোদন হয়নি, অথচ খবর কাগজে বেরিয়েছে! এতে যে ভুল বার্তা ছড়িয়েছে, তার দায় কে নেবে?’’

আরো পড়ুন-শুভেন্দুর নিরাপত্তায় আসছে বড়সড় বদল!কি কি নয়া দেখা যাবে…

তিনি বলেন, ‘‘ছোট ছাত্রছাত্রীরা এখনও ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’ শেখে। তাদের সিমেস্টারের চাপ দেওয়া একেবারেই যুক্তিযুক্ত নয়। আমি চাই তাদের পড়াশোনার ভার কমাতে।’’বৈঠকের পরে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, প্রাথমিকে সিমেস্টার পদ্ধতি চালু হবে না।এদিন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে কড়া বার্তা দিয়ে বলেন,ভবিষ্যতে কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর অনুমোদন নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *