‘উত্তরবঙ্গের মানুষ তাকে গ্রহণ করেনি,উনি দাঁড়ালে কর্মীরা কাজ করবে না বলেছে।তাই তাকে দক্ষিণ কলকাতায় প্রার্থী করতে হয়েছে’:দেবশ্রীকে কটাক্ষ মালার,পাল্টা চ্যালেঞ্জ দেবশ্রীর

প্রতাপাদিত্য রোড ত্রিকোন পার্কে দোল উৎসবে সামিল হলেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়।আর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির দক্ষিণ কলকাতার প্রার্থী দেবশ্রী চৌধুরীকে আক্রমণ শানালেন মালা রায়|

আরো পড়ুন-‘আমি যেখানে দাড়াবো সেটাই আমার কেন্দ্র,আর সেখান থেকেই জিতব’:নিজের গড় ছেড়ে অন্য কেন্দ্র নিয়ে অভিমানী না,বরং আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ

উত্তরবঙ্গের মানুষ তাকে গ্রহণ করেনি। তিনি এলাকায় যাননি সংসদ থাকাকালীন। তাই দক্ষিণবঙ্গে আসতে হয়েছে। উনি দাঁড়ালে কর্মীরা কাজ করবে না বলেছে। তাই বিজেপি নেতৃত্ব ঠিক করেছে দক্ষিণ কলকাতায় প্রার্থী করতে।কি বললেন তিনি দেখুন…

আরে পড়ুন-গতকাল তার একাধিক বাসভবনে ও অফিসে তল্লাশি নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ মহুয়া মৈত্রের!

পাল্টা দেবশ্রী চৌধুরী বলেছেন,তিনি কি করেছেন সেটা রায়গঞ্জের মানুষ জানে|তিনি সাংসদ হিসেবে রায়গঞ্জবাসীদের জন্য কি করেছেন তিনি সেটা মালা রায়কে মেইল করে দেবেন|তবে তিনি প্রশ্ন করেছেন মালা রায় দক্ষিণ কলকাতাবাসীদের জন্য কি কাজ করেছেন সেটা তিনি বলুক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *