শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই:জানিয়ে দিল হাইকোর্ট
সোমবার সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই। শেখ শাহজাহানকে গ্রেফতারে আদালতের কোনও স্থগিতাদেশ নেই, জানালেন প্রধান বিচারপতি।
আরো পড়ুন-রাতের শহরে ফের বেপরোয়া গতির ফলে দুর্ঘটনা!বস্তির ঘরের উপর গিয়ে পরে গাড়ি
উল্লেখ্য,গতকালই সংবাদমাধ্যমের সামনে এসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেছিলেন,’শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে সেটা বিচারব্যবস্থা করছে’|তবে আজ সেই দাবি কার্যত নস্যাৎ করে দিল কলকাতা হাইকোর্ট|
আরো পড়ুন-সন্দেশখালির তৃণমূল নেতা অজিত মাইতিকে সোমবার সকালে গ্রেফতার করেছে পুলিশ!
শেখ শাহজাহানকে গ্রেফতারে আদালতের কোনও স্থগিতাদেশ নেই, জানালেন প্রধান বিচারপতি। পাশাপাশি হাইকোর্টের তরফে এও জানান হয়েছে, সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করতে হবে। শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি ২টি সংবাদপত্রে নোটিস দিয়ে জানাবে হাইকোর্ট। রাজ্য পুলিশ, সিবিআই, ইডি-কেও মামলায় পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছে।এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানান,চার বছরে ৪৩টি এফআইআর রয়েছে শেখ শাহজাহানের নামে। জমিদখল, ধর্ষণের অভিযোগও রয়েছে। ৪২টির চার্জশিট তৈরি হয়েছে। ১টির তদন্ত চলছে। সন্দেশখালিতে হঠাৎ করে কোনও অশান্তি তৈরি হয়নি। সরকার অবগত ছিল বলেই মনে করছে হাইকোর্ট। আলাদা কোনও প্রমাণের দরকার নেই, শাস্তির যে বিধান রয়েছে তা বলবৎ করতে হবে|