পাঁচদিন বন্ধ থাকবে খিদিরপুর উড়ালপুল
নিউজ ডেস্ক: পার্ক স্ট্রিট উড়ালপুলের পর এবার খিদিরপুর উড়ালপুল বন্ধ থাকবে। জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের শুরু পর্যন্ত বন্ধ থাকবে খিদিরপুর উড়ালপুল। এই উড়ালপুলের হবে স্বাস্থ্যপরীক্ষা। এই সপ্তাহে টানা পাঁচদিন বন্ধ থাকবে খিদিরপুর উড়ালপুল বলে জানাল কলকাতা ট্রাফিক পুলিশ। তাই কয়েকদিন একটু সমস্যা হতে পারে সাধারণের
আরও পড়ুন-‘কানের পাশ দিয়ে ছুটছে বুলেট’,CRPF-এর ডেপুটি কমান্ড্যান্ট দিলীপ মালিক পেলেন শৌর্যচক্র
কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার অর্থাৎ ২৮ তারিখ রাত ১০টা থেকে উড়ালপুল বন্ধ করে দেওয়া হবে। ১ ফেব্রুয়ারি ভোর ৫টায় আবার খুলে দেওয়া হবে উড়ালপুল। ধর্মতলা থেকে খিদিরপুর ঘুরপথে যেতে হবে সাধারণ মানুষকে। সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। বিকল্প হিসাবে খিদিরপুর ওল্ড স্টিল ব্রিজ, সিজিআর রোড এবং খিদিরপুর ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।