‘আমি রাজ্যের মন্ত্রী!এই সেলে থাকব না,SSKM-এ পাঠানো হোক’:জেলে আবদার জ্যোতিপ্রিয়র

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক|রবিবার সন্ধে ছটা নাগাদ প্রেসিডেন্সি জেলে আনা হয়।তবে জেলে এসেই নানা রকম বায়না শুরু করে দেন মন্ত্রী মশাই|এমনটাই খবর জেল সূত্র থেকে|

আরো পড়ুন-বীরভূম জেলা সভাপতির পদে নেই কেষ্টর নাম!তালিকায় ধোঁয়াশা

জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের সাত নম্বর সেলটি বরাদ্দ করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককের জন্য। সূত্রের দাবি, রবিবার সন্ধেয় তাঁকে যখন এই সেলের সামনে আনা হয়, তিনি চেঁচিয়ে বলে ওঠেন, ‘আমি এই সেলে থাকব? আমি রাজ্যের মন্ত্রী! জেল রাজ্য সরকারের আওতায়। আমি এই সেলে থাকব না। আমার শরীরের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাকে এসএসকেএম-এ পাঠিয়ে দেওয়া হোক’। কর্তব্যরত জেলকর্মী জানিয়ে দেন, তাঁর জন্য এই সেলই বরাদ্দ করা হয়েছে। তাঁকে সেখানেই থাকতে হবে।

আরো পড়ুন-বিতর্কের মাঝেই লোকসভা ভোটের আগে দলে পদোন্নতি মহুয়ার!

জানা গিয়েছে,এরপর প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীকে বোঝানো হয়। শেষে সন্ধে সাড়ে সাতটা নাগাদ, সাত নম্বর সেলে ঢোকেন জ্যোতিপ্রিয় মল্লিক। দুটো কম্বলও দেওয়া হয় তাঁকে।৯টা নাগাদ, মন্ত্রীকে বলা হয়, তাঁর বাড়ি থেকে খাবার চলে এসেছে। খেয়ে নিতে কিন্তু জ্যোতিপ্রিয় বলেন, তিনি খাবেন না। তাঁর ওষুধ দিয়ে দেওয়ার জন্য বলতে থাকেন।কিন্তু খাবার না খেয়ে ওষুধ দেওয়া যাবে না বলে জানান জেল চিকিৎসক|অবশেষে রাত আড়াইটে নাগাদ, খাবার খান জ্যোতিপ্রিয় মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *