আগামী ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে ফের ভিজবে রাজ্যের একাধিক জেলা
নিউজ ডেস্ক: শীতের সময় থেকেই রাজ্যে হয়ে চলেছে বৃষ্টি। এর ফলে রাজ্যে ধারাবাহিকভাবে জাঁকিয়ে বসতে পারেনি শীত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে ফের ভিজবে রাজ্যের একাধিক জেলা। পাশাপাশি বাড়তে শুরু করবে তাপমাত্রা।
ইতিমধ্যে রাজ্যে ফিকে হতে শুরু করেছে শীতের প্রভাব। দিনের পাশাপাশি রাতের বেলাতেও ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। বুধবার সকাল থেকে মেঘে ঢাকা পরেছে আকাশ। ফলে আজ রোদের সেই তেজ অনুভূত হবে না। পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ শুষ্ক থাকবে।
আরও পড়ুন-বাজারে জমিয়ে বিক্রি হচ্ছে পুষ্পা শাড়ি
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। আগামী কাল থেকে রাজ্যে তিন দিন বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।