গভীর রাতে ভিআইপি রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা!দমদম পার্ক সিগনালে ধাক্কা গাড়ির, মৃত ৪ ও আহত ২
পুলিশ সূত্রে খবর,রবিবার গভীর রাতে ভিআইপি রোডে, এয়ারপোর্ট এর দিকে যাবার রাস্তায় দমদম পার্ক সিগনালে দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার।পাশে দাঁড়িয়েছিল একটি বাইক। উল্টোডাঙার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডাম্পার এবং বাইকটিকে ধাক্কা মারে। গাড়ির মধ্যে নিসহ মোট চারজন যাত্রী ছিল।
আরো পড়ুন-বারাবনিতে দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য!খুনের আশঙ্কা বিজেপি নেতৃত্বের
গাড়ির ধাক্কায় বাইকে থাকা দুজন যাত্রী ছিটকে পারি ভিআইপি রোডে। গুরুতর আহত হয় গাড়িতে থাকা চারজনই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লেকটাউন থানার পুলিশ। তড়িঘড়ি তাদেরকে নিয়ে যাওয়া হয়, আর জি কর হাসপাতালে।
আরো পড়ুন-রাজনীতির আঁচ শিক্ষালয়েও!স্কুলে আসা বারন পড়ুয়াদের,মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
হাসপাতাল সূত্রে খবর আহত ৬ জনের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর ওই গাড়ির চালক সম্ভবত মধ্যব্য অবস্থায় ছিল।