এবার বিচারপতি রাজাশেখর মান্থাকে নিয়ে কলহের মাঝে স্বরাষ্ট্রসচিব-সিপিকে কড়া বার্তা রাজ্যপালের!

মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল।বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ি ও হাইকোর্ট চত্বরে তাঁর নামে কুরুচিকর পোস্টার দেওয়া এবং বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনায় কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরো পড়ুন-প্রতি বছর আড়াই ইঞ্চি করে বসে যাচ্ছে জোশীমঠ !উঠে এলো চাঞ্চল্য রিপোর্ট

সূত্রে খবর, রাজ্যপাল তাঁদের বলেন, বিচারব্যবস্থাকে কখনওই সন্ত্রস্ত করা যায় না। এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না।তিনি আরো বলেন,কারও কোনও রায় পছন্দ না হলে, উচ্চ আদালতে যেতে পারেন। বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, এটা পৃথিবীর কোথাও হয় না। পাশাপাশি বিচারপতি মান্থাকে উপযুক্ত সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল।

আরো পড়ুন-আপার প্রাইমারিতে নিয়োগের দাবিতে আবারও পথে নামলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা!

রাজ্যপাল এদিন এও বলেন,বিচারপতিকে যেই সুরক্ষা দেওয়া হবে,সেই সুরক্ষা ব্যবস্থায় বিচারপতি যেন আশ্বস্ত হন।বিচারপতির বিরুদ্ধে যেই পোস্টার লাগানো হয়েছিল তা খোলা হয়েছে কিনা, তাও জানতে চান রাজ্যপাল। তিনি বিষয়টি দিল্লিতে জানাবেন বলেও জানান। সূত্রের খবর, এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও ফোনে কথা বলেন রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *