ফের বিতর্কের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়!প্রথম বর্ষের ছাত্রীকে যৌন প্রস্তাব অধ্যাপকের বিরুদ্ধে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে উঠলো যৌন হেনস্থার অভিযোগ। এই অভিযোগ এনেছে খোদ বিশ্ববিদ্যালয়ের সেই স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী । ছাত্রী একটি ইমেলের মাধ্যমে ঘটনাটি জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু-সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত শীর্ষ পদাধিকারীকে।
আরো পড়ুন-অনন্যার মন্তব্যে ক্ষুব্ধ মমতা!অনন্যাকে বাজেট অধিবেশনে পুরসভায় না আসার নির্দেশে
ছাত্রীর অভিযোগ,সেই অধ্যাপক ওই ছাত্রীকে পরীক্ষার হল থেকে তুলে নিয়ে পরোক্ষে যৌন চাহিদা মেটানোর প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় ছাত্রীর কাছে দুই সিনিয়র ছাত্রের মাধ্যমে সরাসরি ওই প্রস্তাব দেন তিনি।পরীক্ষা শেষে তাঁর বিভাগের ফাইনাল ইয়ারের দুই ছাত্র তাঁকে বলেন, ‘‘ভাল ভাবে পরের পরীক্ষাগুলো দিতে চাইলে,স্যরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে। বাকি কোনও অসুবিধা যাতে না হয়, তা আমরা দেখে নেব!’’
আরো পড়ুন-সন্দেশখালি পৌছলেন জাতীয় তপশিলি উপজাতি ও আদিবাসী কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল
“আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি। আমি জানি না আমার এর পর কী করা উচিত। কেন আমার সঙ্গেই এমন হচ্ছে। আমার সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। আমি শুধুই সুবিচারের আশা করছি।’’অভিযোগ ওই ছাত্রীর। যদিও ছাত্রীর এই অভিযোগ মানতে চায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন । তাদের দাবি, গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসামূলক।